একুশে ফ্রেবুয়ারি লাইব্রেরি ভবন থেকে কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠ তদন্ত করতে কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( বশেমুরবিপ্রবি)।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ খবরটি নিশ্চিত করেছেন। আইন অনুষদের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়াকে সভাপতি করে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।এতে সদস্য সচিব পদে আছে বশেমুরবিপ্রবি রেজিস্টার মহোদয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,প্রফেসর ড. মোঃ আবদুর রহিম( ডিন বিজ্ঞান অনুষদ),এসএম এস্কান্দার আলী(প্রকৌশলী, বশেমুরবিপ্রবি), মোঃ নজরুল ইসলাম(সহকারী রেজিস্টার) এবং মোঃ নাছিরুল ইসলাম( ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান)। তদন্ত কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছ।
সেই সঙ্গে ঈদ- উল- আযহার ছুটি থাকাকালীন দায়িত্বপ্রাপ্ত গার্ডগন কেউ কেউ অনুনোমোদিত ছুটি ছিলেন তারা কেন এমনটি করলেন এ বিষয়টিও কমিটিকে তদন্ত করতে বলা হয়েছে।