গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরির ঘটনায় কর্মচারীরা কেন ছুটিতে ছিলেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে বশেমুরবিপ্রবি প্রশাসন ও কর্মচারী সমিতির ভিন্ন বক্তব্য ফুটে উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম বলেন,ছুটি নিয়েই কর্মচারীরা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ বলেন,তারা ছুটি চেয়েছিল, তবে তাদের বলা হয়েছে এভাবে ছুটি হবে না।
বশেমুরবিপ্রবি উপাচার্য ( রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।কমিটির তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। জানা যায় ৩০ জন কর্মচারিদের মধ্যে ২০ জনই অনুপস্থিত ছিলেন।বাকি ১০ জনের মধ্যে তিনজন ছিলেন কুশলী ক্যাম্পাসে।
এই সুযোগেই চোর চক্রটি কম্পিউটার গুলো চুরি করে। উল্লেখ্য, গত ২৬ জুলাই গভীর রাতে বশেমুরবিপ্রবি’র কেন্দ্রীয় লাইব্রেরি ভবন থেকে পিছনের জানালা ভেঙে ৪৯ টি কম্পিউটার চুরি করে চোর চক্রটি।
বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হলে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।