আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়ের বগাদী আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত অসহায় পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬আগস্ট ) দুপুরে আশ্রয়ণ প্রকল্পে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নেতৃতে ভ্যান গাড়ি ,সেলাই মেশিন ও ওজন মাপার মেশিন অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার সাফিয়া আক্তার শিমু, সহকারী কমিশনার (ভূমি) জনাব ইকবাল, একদুয়ারিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান মিটুল, ৯নং ওয়ার্ড সদস্য জনাব মাসুদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।