আজ শুক্রবার (২৮ আগষ্ট) বিকেল ৪টায় নরসিংদীর মনোহরদী পৌরসভা চত্ত্বরে স্থাপিত “স্বাধীনতা সংগ্রাম” ভাস্কর্যের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
ভাস্কর্যটি শুভ উদ্বোধন করবেন নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) আসনের সংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন এর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যটি বাঙালি জাতির গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত।
এ ভাস্কর্যটি মহান ভাষা অন্দোলন থেকে শুরু করে ৬৬’র স্বাধিকার আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের আহ্বান, ২৫ মার্চের কালরাত্রি, ২৬ মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণা, ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের বিষয়টি ফুটে ওঠেছে।
ভাস্কর্যের শীর্ষে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের ভাষণে হাতের অবয়ব এবং একপাশে বঙ্গবন্ধুর ছবি ও অন্যপাশে বঙ্গকণ্যা জননেত্রী শেখ হাসিনার পাথরে খচিত ছবি। যা দেখলে “স্বাধীনতা সংগ্রাম” ও “৭ই মার্চের ভাষণ” মনের মধ্যে নাড়া দিয়ে উঠে।