নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইইউনিয়নের ননদী বিলে ২৯৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) সকালে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পোনামাছ অবমুক্ত করেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় মৎস্য উপ-পরিচালক সৈয়দ মো. আলমগীর , সিনিয়র সহকারী পরিচালক কৃষ্ণেন্দু সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান মাহমুদ , মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নার্গিস
সুলতানা, বেলাব উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাফি আফরোজসহ প্রমুখ।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার আটটি জলাশয়ে মোট ২৯৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে এ পোনামাছ অবমুক্ত করা হয়েছে।