কুড়িগ্রামে বন্যার পানি কমে গেলেও নদী ভাঙ্গন আতঙ্কে শতাধিক পরিবার তিনটি পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে গেছে। সরেজমিনে জানা যায়, সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মধ্য কদমতলা গ্রামে বাঁধ রাস্তায় আশ্রয় নেওয়া শতাধিক পরিবারের জীবন হুমকির মুখে পড়েছে।
ইতিমধ্যে ধরলা নদের করাল গ্রাসে স্থানীয় ভোলা কালু মিয়া ও কয়সার আলীর বসত ভিটা হুমকির মুখে থাকায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে গেছে। উত্তর-পশ্চিম দুটি বাঁধ রাস্তা দিন দিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় আফতার আলী রবিবার জানান দুটি বাঁধ রাস্তায় প্রায় শতাধিক পরিবার নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার আবু সাঈদ জানান শতাধিক পরিবারের ইতিপূর্বে ধরলা নদীর ভাঙ্গনে ভিটেমাটি সহায়-সম্পদ বিলীন হয়ে যাওয়ায় বেশ কিছুদিন থেকে তারা বাঁধের রাস্তায় আশ্রয় নিয়েছে। ধীরে ধীরে ধরলা নদের ভাঙ্গনে তারা হুমকির মুখে পড়েছে।
তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্যার শাহীনা আক্তারের রহস্যজনক ভূমিকার কারণে সরকারি বরাদ্দ বাঁধ রাস্তা আশ্রিত বা হুমকির সম্মুখীন লোকজন পাচ্ছেন না। খেটে খাওয়া মানুষজন অতি কষ্টে দিনাতিপাত করছে।
এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সরেজমিন তদন্ত করে প্রকৃত অসহায় পরিবারের মাঝে সরকারি বরাদ্দ প্রদান করতে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।