করোনাকালীন সময়ে অভাব দুর্দশাগ্রস্থ মানুষের পাশে জাগ্রত বিবেক নিয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের পথ চলা।এরই ধারাবাহিকতায় রবিবার (৩০ শে আগস্ট) কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বিভিন্ন চরাঞ্চলে কল ফর হিউম্যানিটির অর্থায়নে ব্রিফ বাংলাদেশ এ-র ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এ-র সার্বিক সহযোগিতায় ২১৬ টিকে পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
উক্ত ত্রাণ বিতরণী কার্যক্রমে চিলমারি উপজেলা প্রধান মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ এর উদ্ধোধন করেন চিলমারি উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার (বীর বিক্রম), ব্রীফ বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান হাবিব,মোঃ রবিউল ইসলাম ক্লাস্টার ডেভলপমেন্ট ম্যানেজার, আহসান আহমেদ, প্রাক্তন সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য, ব্রীফ বাংলাদেশ।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম খান জাহিদ, কেন্দ্রীয় সহ প্রধান। মোঃ ছাবেদ আলী মন্ডল, জেলা সহঃপ্রধান। মোঃ এনামুল হক বসুনিয়া, উপজেলা প্রধান ফুলবাড়ি। মোঃ শফিকুজ্জামান লিমন, উপজেলা প্রধান, উলিপুর। ডাঃ রফিক, উপজেলা প্রধান, রাজারহাট।মোঃ সাইফুল ইসলাম রাংগা, উপজেলা সহ প্রধান, চিলমারি। সহিদুল ইসলাম, উপজেলা সহ প্রধান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ধনঞ্জয় কুমার, সাজেদুল ইসলাম, আবদুস সালাম, আলীমুল রাজী, খুশবু আরা চপলা, রফিকুল ইসলাম,লিয়াকত আলী সহ বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের চিলমারি উপজেলার স্বেচ্ছাসেবকবৃন্দ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল, আলু, চিড়া, মুড়ি, লবন, বিস্কুট,স্যালাইন, সাবান,পানি,চিনি।