
মানবতার সেবায় অনন্য অবদান রাখছে মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশন। নরসিংদী জেলার সর্বোত্তর উপজেলা মনোহরদী। এ উপজেলায় কম বেশি সকলের পরিচিত নাম মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশন।
মনোহরদীর বেশকিছু উদ্যমী তরুণ-তরুণী মিলে সংগঠনটি প্রতিষ্ঠিত করেন ২০১৮ খ্রিস্টাব্দের পহেলা সেপ্টেম্বর। মানবতার সেবায় নিঃস্বার্থে বিগত দুবছর যাবৎ কাজ করে যাচ্ছে সংগঠনটির প্রত্যেক নিবেদিত প্রাণ সদস্য। ইতোমধ্যে সুনামের সহিত বিভিন্ন সেবামুলক কাজের মাধ্যমে স্থান করে নিয়েছেন উপজেলাবাসীর হৃদয়ের মণিকোঠায়।
উপজেলার মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে শেষ আশ্রয়স্থল মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশন । সংগঠনটি বিনামূল্যে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, সুবিধাবঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরন, ঈদ সামগ্রী বিতরণ , নানা রকম সামাজিক সচেতনতামূলক কার্যক্রম করে আসছে প্রতিনিয়ত। বিগত ২ বছরে বিভিন্ন রোগীকে বিনামূল্যে প্রায় ৮০০ (আটশত) ব্যাগ রক্তদান করেছেন সংগঠনের সদস্যবৃন্দ।
আগামী দিনগুলোতে যেন মানুষের কল্যাণে আরো সেবা দিতে পারেন সেজন্যে উপজেলাবাসীর দোয়া ও ভালোবাসা চান সংগঠনটি।