December 7, 2023, 4:35 pm
শিরোনাম:
বানিয়াচংয়ে অতিথি পাখী ও বন্যপ্রাণী শিকার রোধে প্রচারাভিযান ঝালকাঠি ১ আসনে আওয়ামী লীগের সতন্ত্র প্রার্থী মনিরের মনোনয়নপত্র দাখিল। মনোহরদীতে মনোনয়নপত্র জমা দিলেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন কক্সবাজারে অপরাধ মানব পাচার বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মনোহরদীতে ৭শ’ টাকার বিদ্যুত বিল ৩৩ শ’ টাকা দাবী, হয়রানিতে গ্রাহক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মনোহরদীর ব্যস্ততম সাত কিলোমিটার পাকা রাস্তায় বিপজ্জনক ২১ গর্ত, যান চলাচলে ঝুঁকি মনোহরদীতে জাঁকজমকপূর্ণভাবে অবসরপ্রাপ্ত সার্জেন্ট কণ্যার বিয়ে সম্পন্ন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে : এমপি মজিদ খান মনোহরদীতে বাজপাখির হামলায় আহত ছয়জন

যেখানেই জনদূর্ভোগ সেখানেই ছাত্রলীগ।

রাহাদ সুমন, বানাড়ীপাড়া (বরিশাল) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২০
  • 251 দেখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন,উপ-মহাদেশের প্রাচীনতম সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ আওয়ামী লীগের চেয়েও এই ছাত্র সংগঠনটি আগে গঠিত হয়েছিলো। বাঙ্গালীর মুক্তির আন্দোলন এবং দেশের যে কোন সম্যসায় ছাত্রলীগ তাদের পাশে গিয়ে দাঁড়াবে এই মহান ব্রতী নিয়েই গঠন করা হয়েছিলো শিক্ষার্থী এবং সাধারণ মানুষের আলোর বাড়িঘর খ্যাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

পর্যায়ক্রমে এই সংগঠনটি তাদের সেই খ্যাতির ধারাবাহিকতার স্বাক্ষর বহন করেছেন ১৯৪৮ সালের শিক্ষণাবিশ, ৫২’র ভাষা, ৫৪’র যুক্তফ্রন্ট, ৬৬’র ছয় দফা, ৬৯’র গনআন্দোলন, ৭০ নির্বাচন, ৭১’র মহান মুক্তিযুক্ত, ৭৫’র ১৫ আগস্ট’র কালো রাতের পরে বঙ্গবন্ধুর খুনিদের বিচার আন্দোলন, ৯০’র এরশাদ সরকার বিরোধী আন্দোলন ও ৯১ সাল থেকে ৯৫’র সরকারের নির্যাতন নিপিড়নের বিরুদ্বে আন্দোলন সহ যে কোন জাতীয় সম্যসায় এবং দূর্যোগে ছাত্রলীগ ছিলো অগ্রভাগে।

এই সংগঠনটির তেজিষ্য ভূমিকায়ই সকল আন্দোলন সংগ্রাম ও জনদূর্ভোগ সফলতায় পর্যবশিত হয়েছে যুগে যুগে। যে আদর্শ ও গঠনতন্ত্র নিয়ে টুঙ্গিপাড়ার রাখাল রাজা স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

সেই পথেই হাটছে বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ। এখানকার জরাজীর্ণ রাস্তা, ঘাট, পুল, কালভার্ট সংস্কার ও অসহায় দরিদ্র  শিক্ষার্থীদের ফরম পূরণ করে দেয়া সহ সামাজিক সকল প্রকার কল্যানকর কাজে ছাত্রলীগের আদর্শ ও গঠন তন্ত্রের স্বাক্ষর রেখে পথ চলছে এই সংগঠনটি।

আর এই উপজেলার জনদূর্ভোগ লাঘবে ছাত্রলীগকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের বরিশালের সংরক্ষিত মহিলা সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা। ছাত্রলীগকে নেতৃত্ব দিয়ে বিভিন্ন জনদূর্ভোগ’র স্থান সংস্কার করছেন বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদার।

তবে কোন শ্রমিক নিয়ে তিনি এ কাজ গুলো করছেন না। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে নিজেই কায়িক শ্রম দিয়ে সাধারণ মানুষের চলাচলের দূর্ভোগ লাঘবে কাজ করছেন ফোরকান।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ১ সেপ্টম্বর উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ পশ্চিম উমারেরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাঠের পুলটি সংস্কার করে দেন ছাত্রলীগ’র নেতা-কর্মীরা।

এ বিষয়ে মো. ফোরকান বলেন, ছাত্রলীগ বান্ধব এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরার অর্থায়নে পুলের মেরামতের কাজটি তারা সম্পন্ন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

https://bd24news.com © All rights reserved © 2022

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102