“খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন পরিবেশ ভারসাম্যতা রক্ষা করুন” এই মুলমন্ত্রকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ঘোষপাড়া শহরে ইস্টি কুটুম রেস্টুরেন্টে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ লা সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় সবুজ আন্দোলন সংঘ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ মহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।পরিবেশ বান্ধব সমাজ গড়ার আত্ম প্রচেষ্টায়, বাংলাদেশের বিভিন্ন জেলায় ইতি মধ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালনের পাশাপাশি সামাজিক উন্নয়নে অবদান রাখা স্বরুপ বেশ সুনাম কুড়িয়েছে।
সবুজ আন্দোলন সংঘ পরিষদ এ-র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন সংঘের পরিচালনা পর্ষদের পরিচালক জনাব এম এ রশিদ আলী, সদস্য সচিব মোঃ আনিছুর রহমান ও কুড়িগ্রাম জেলা শাখার সবুজ আন্দোলন সংঘ সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন।
বক্তারা বলেন, সবুজ আন্দোলন সারা বাংলাদেশে পরিবেশের ভারসাম্যতায় রক্ষায় কাজ করায় প্রতিশ্রুতিবদ্ধ।অতীতের ন্যায় আগামীতে সেই ধারাকে সমুন্নত রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখায় সদ্য যোগ হওয়ায় বিভিন্ন সমাজ কর্মীরা।