দ্রুত নগরায়নের ফলে গৃহায়ণ প্রসার এবং শহরের সেবাসমূহের উপর ব্যাপক চাপ পরেছে । আর টানা কয়েক মাস কোভিড-১৯ পরিস্থিতি করোনার প্রভাবে মানুষের জীবন মান এমনিই অনেক কঠিন হয়ে পরেছে। বিশেষ করে বস্তি এবং ছিন্নমূল মানুষের জীবন খুবই কষ্টকর হয়ে পরেছে।
আজ উত্তরা দিয়াবা’ড়ি বস্তিতে আলোকিত মানুষ ফা’উন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটি স্বাস্থ্য সেবা’ কর্মশালা এবং সচেতনতা প্রদান করা হয় ।
আজকের কর্মশালায় সেবা সমূহ –
শিশুদের হাত ধোয়া এবং সচেতনতা বৃদ্ধি র আলোচনা
কিশোরী বা বাল
্যবিবাহ প্রতিরোধ এবং এর ক্ষতিকর দিক সমূহ
গর্ভবতী নারীদের কঠিন শ্রম বন্ধ করা এবং পুষ্টিকর খাবার গ্রহণ সম্পর্কে আলোচনা।
শিশু এবং কিশোরীদের সময় মতো টিকা গ্রহণের সুফল
এবং সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসা সেবা দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর তথা বিএসএমএম ইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি ) ;এবং আলোকিত মানুষ ফাউন্ডেশন রোগীদের সহায়তা করবে সহজে এ সেবা পাওয়ার বিষয়ে ।
যৌন প্রজনন স্বাস্থ্য সেবা প্রতিটি মা ও শিশুর অধিকার। এসব নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে সেচ্ছাসেবী টিম নিয়ে স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে এভাবেই সাহায্য করে যাবে উক্ত সংগঠন টি। । ভবিষ্যতে এই সেবার মান বৃদ্ধি করা হবে বলেও এ সংগঠন থেকে জানানো হয়।।