নরসিংদী মনোহরদীর কাচিকাটা ইউনিয়নের বারুদিয়া গ্রামে ৪৫ শতাংশ আয়তনের একটি পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক সেলিম মিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুকুরের মালিক সেলিম মিয়া বলেন, বাড়ির পাশে ৪৫ শতাংশ জমিতে পুকুর খনন করে মাছ চাষ করেন তিনি। চার মাস আগে পুকুরে ২০ হাজার তেলাপিয়া মাছের পোনা ছাড়া হয়। এক সপ্তাহ পরেই মাছগুলো বিক্রি হওয়ার উপযুক্ত ছিল।
গতকাল বৃহস্পতিবার রাতের আঁধারের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তার মাছের পুকুরে বিষ প্রয়োগ করেন। সকালে খাবার দিতে গিয়ে দেখেন পুকুরে মাছ মরে ভেসে রয়েছে। এতে তার প্রায় ৬ লাখ টাকার মাছ মরে গেছে। মাছ বিক্রির টাকা দিয়ে তার সংসার চলে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে সেলিম মিয়া অজ্ঞাতনামাদের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।