“সুসংগঠিত জনগণই ইতিহাসের নির্মাতা” এ স্লোগান নিয়ে কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের স্থায়ী খনন ও বাঁধ সংরক্ষনের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
রবিবার(৬ ই সেপ্টেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে দুধকুমর নদের তীরে নতুন স্লুইসগেট এলাকার হাজীর মোড়ে রেল নৌ যোগাযোগ উন্নয়ন গণ কমিটি এবং বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের নাগেশ্বরী শাখার স্বেচ্ছাসেবকদের উপস্থিতি এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলা ছোট বড়ো ১৬ টি নদ- নদীর অবস্থান। সারা বছর বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের মধ্য জীবন যাপন করে আসছে এ অঞ্চলের মানুষ জন। সঠিক সিদ্ধান্ত আর সময় উপযোগী কাজের বাস্তবায়নের অভাবে স্বাধীনতার পরেও এ অঞ্চলের নদীর নদী অববাহিকায় গড়ে উঠা সভ্যতার কোন বিবর্তন হয় নি।বাংলাদেশ কৃষি নির্ভর দেশ।
কুড়িগ্রাম জেলা ব্যাতিক্রম নয়।খড়ার সময় সেঁচের অভাব আর বন্যায় সময় মানুষের দূর্ভোগের অন্ত নেই জেলা বাসীর।এ-ই প্রতিকূল অবস্থা থেকে এ জনপদের মানুষেরা মুক্তি চায়। দারিদ্র্যের শীর্ষে থাকা মানুষগুলোর নিরাপদ আশ্রয় খোঁজে বসতভিটায়। নদ- নদী শাসনের অভাবে প্রতি বছর প্রচুর আবাদি জমি ফসলের ক্ষেত বসতভিটা শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
প্রতি বছর কুড়িগ্রামবাসীর অর্থনৈতিক ব্যবস্থা ধুমরে মুচড়ে যাচ্ছে। নতুন প্রজন্মেরা শিক্ষা কর্মে অনেক পিছিয়ে পড়ছে। যাতে করে জীবন যাত্রার মান ধ্বংসের পথে।এ সমস্যা থেকে উত্তরণের জন্য কুড়িগ্রাম জেলার ধরলা, দুধকুমার ব্রহ্মপুত্র নদের স্থায়ী খনন ও বন্যা ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।