মৌলভবাজারে অনলাইন প্রেসক্লাবের আয়োজনে, মৌলভীবাজার থেকে চাতলাপুর চেকপোস্টসহ জেলার সকল সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরেরর চৌমুহনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সুমনের পরিচালনায় ও জিতু তালুকদারের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন উপদেষ্টা শ. ই সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব উপদেষ্টা মৌসুফ এ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি বেলাল তালুকদার।
বক্তারা বলেন, অভিলম্বে জেলার যে সমস্ত রাস্তার কাজ চলমান রয়েছে তা দ্রুত সম্পন্ন না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে।