
মৌলভীবাজারের জুড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জুড়ী থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের এ অঅভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
অভিযানকালে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ১ এর (খ) ধারায় মোট ছয়টি মামলায় ৭ হাজার টাকা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ এর (ক) ধারায় দুটি মামলায় ১১ হাজার সহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ ও সংক্রামক রোগ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।