মৌলভীবাজারের জুড়িতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সাদেক, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাস, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু দাস, হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির বরণ রুদ্রপাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, নয়াবাজার আহমদিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খান, হযরত শাহখাকী (র.) আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব আলী, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিন, জায়ফরনগর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মিলাদ চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিকুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ শীল, চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূধন সূত্র প্রমুখ ।