বানাড়ীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরের বাস, অ্যাম্বুলেন্স ও কার্ভাভ্যানের সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন ঘটনাস্থল প্রাণ হারিয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার আটিপাড়া নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলে অ্যাম্বুলেন্স যাত্রী। দুঘটনার পরে তিনটি যান মহাসড়কের ওপরে পড়ে থাকায় এক ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ থাকে।
স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এ্যাম্বুলেন্স কেটে এক নারী সহ ৬ জনের লাশ উদ্ধার এবং পরিবহনগুলো অন্যত্র সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। কিন্তু তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওই এ্যাম্বুলেন্সে ছোট একটি শিশুর লাশ নিয়ে বাড়িতে ফিরছিলেন দূর্ঘটনায় নিহতরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে চালিয়ে বরিশাল শহরের উদ্দেশে যাচ্ছিল। এসময় স্থানীয় আটিপাড়া নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বিপরিতমুখী বরিশাল থেকে আসা একটি বাসের সাথে প্রথমে সংঘর্ষ হয়।
সাথে সাথে এসময় একই দিক থেকে জোরালো গতিতে ছুটে আসা আরও একটি কাভার্ডভ্যানও অ্যাম্বুলন্সটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও এতে থাকা এক নারীসহ আরও ৫ জনের মৃত্যু ঘটে। এছাড়া বাসযাত্রী সহ আর ১০/১২ জন আহত হন। পরে দীর্ঘক্ষণ সড়কে পরিবহন চলাচল বন্ধ থাকে।