
করোনাকালীন বন্যার্ত কৃষক ক্ষেতমজুরদের কাজ,খাদ্য,চিকিৎসা,পূর্ণবাসন, ঋণ মওকুফসহ বিদ্যুৎ সমস্যা সমাধানের দবীতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৮ সেপ্টেম্বর)গাইবান্ধা জেলা শহরের ১নং রেলগেট এলাকায় দুপুর ১২ টায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধা সদর উপজেলার আহবায়ক গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব মাহবুবর রহমান খোকা,ডাঃ জব্বার,বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক জননেতা কমরেড আহসানুল হাবীব সাঈদ, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা বলেন সমগ্র দেশ এক সংকটকাল অতিক্রম করছে। একদিকে মহামারি করোনায় মানুষের জীবন হুমকিতে,অন্যদিকে গাইবান্ধায় বন্যায় ও আগ্রাসী নদীর ভাঙ্গনে তলিয়ে নিয়ে যাচ্ছে নাড়ি পোঁতা বাপ-দাদার রেখে যাওয়া ভিটেটুকু।
তার মধ্যে করোনা অজুহাতে চলছে শ্রমিক ছাটাই।এই সংকটকালে মানুষের জীবনকাল হয়েছে অবহেলিত পশুদের চেয়েও নির্মম। এ সংকটে কাজ,খাদ্য ও সুচিকিৎসায় সংকটে পড়েছে জেলার কৃষক ও ক্ষেতমজুর জনপদ।
বক্তারা নদী ভাঙ্গন সমস্যার স্থায়ী সমাধান, রাষ্ট্রীয় উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পূরণ কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত,কৃষক ক্ষেতমজুরদের জন্য আর্মি রেটে রেশনিং,কৃষকদের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহারের দাবী জানান।
একইসাথে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও বিদ্যুৎ সমস্যা সামাধানসহ জেলায় জেলায় করোনা টেস্ট ল্যাব,শ্রমিক ছাঁটাই বন্ধসহ বয়স্ক- বিধবা ভাতার ক্ষেত্রে অনিয়ম দূর্নীতি রোধে প্রয়োজনীয় ব্যাবস্থাগ্রহণের দাবি জানান।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা শহর প্রদক্ষিণ করে।