
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার আয়োজনে পবিত্র মুহররমের তাৎপর্য শীর্ষক আলোচনা ও টাউন কামিল মাদরাসার সাবেক উপাধক্ষ্য মাওলানা আকমল আলী (র.)।
ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপু’র মাতা, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা দিলশাদ আহমদ খান এর মাতা ও মাদরাসা তালামীযের সাবেক দায়িত্বশীল মুস্তাকিম আহমদ এর মাতাসহ মুসলিম উম্মাহের সকল মরহুম মরহুমার ঈসালে সাওয়াব উপলক্ষে খতমে কোরআন, মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্টিত হয়।
শাখার সভাপতি সৈয়দ সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিয আইনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সিনিয়র সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলীম, টাউন কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম,
জেলা আল ইসলাহ’র সদস্য মাওলানা ওয়াহিদুজ্জামান, শহর আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা আরমান আলী, মৌলভবাজার শহর তালামীযের সভাপতি মোঃ মামুনুর রশীদ, টাউন কামিল মাদরাসার সাবেক সভাপতি আজিজুল ইসলাম রিয়াদ, সাবেক দায়িত্বশীল মুস্তাকিম আহমদ, সহ প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।