কিশোরগঞ্জের তাড়াইলে টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহফুজুর রহমান মিঠু ভুঁইয়া (৩৩) নামের এক ব্যাবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার রাউতি ইউনিয়নের শিমুলহাটি গ্রামের মীর বাড়ির শাহজাহান ভুঁইয়ার ছেলে মাহফুজুর রহমান মিঠু ভুঁইয়া।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় মোটর সাইকেল দিয়ে ব্যবসায়িক কাজে তাড়াইল সদর বাজারে আসার পথে নান্দাইল থেকে আসা একটি টমটম আতকাপাড়া নামক স্হানে মুখোমুখি সংঘর্ষটি ঘটে।
তাৎক্ষণিক উপস্হিত লোকজন মিঠুকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।
তাড়াইল হাসপাতাল থেকে ময়ময়নসিংহ নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৭ টায় তার মৃত্যু হয়।
তাড়াইল থানা পুলিশ টমটম গাড়িটি থানায় নিয়ে আসলেও চালক পলাতক রয়েছে।
আরো জানা যায়, তরুন ব্যবসায়ী মিঠুর স্ত্রীসহ ছয় বছরের একটি পুত্রসন্তান ও এক বছর বয়সের একটি কন্যাসন্তান রয়েছে। মিঠুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী তাড়াইল-নান্দাইল মহাসড়কে টমটমসহ অন্যান্য অবৈধ পণ্যবাহী গাড়ি নিষিদ্ধ করার দাবী জানায়। বৃহস্পতিবার দুপুর ২ টায় শিমুলাআটি ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।