মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের গোমড়া এলাকায় ফারহানা (২১) নামে গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টায় এ ঘটনাটি ঘটে।
ঘটনাযজ্ঞের খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ফারহানাকে মর্গে পাটান।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান -খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ফারহানাকে মর্গে পাটানো হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না মৃত্যু না অপমৃত্যু।
এদিকে গৃহবধুর ফারহানার পরিবারের দাবী শশুরবাড়ীর লোকজন তাকে শারীরিক ভাবে নির্যাতন করে হত্যা করেছে। অপরদিকে ফারহানার স্বামীর দাবি হলো যে, দীর্ঘ দিন থেকেই তার স্ত্রী মাথার সমস্যায় ভোগছেন। বিগত তিনচার দিন আগে ও শশুরবাড়ির লোকদের নিয়ে কবিরাজ দেখানো হয়েছে। সে অসুস্থতায় ভোগে মারা গেছে।
উল্লেখ্য যে, নিহত ফারহানা মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সঞ্জব মিয়ার মেয়ে। আনুমানিক ৫-৬ বছর আগে সদর উপজেলাধীন গোমড়া গ্রামের মাওলানা হুসাইন আহমদের ছেলে রুমেল আহমদ (২৮) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।