
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সাবেক সমাজ কল্যান মন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলী’র মৃত্যু বার্ষিকী ও জেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আজিজুর রহমান এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুম’আ হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ জামে মসজিদে এ মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এতে পবিত্র মীলাদ শরীফ পড়েন দরগাহ হাফিজিয়া মাদরাসার সহকারি শিক্ষক ও মসজিদের সানী ইমাম হাফিয আব্দুল হান্নান এবং দোয়া পরিচালনা করেন দরগাহ মসজিদের ইমাম মাওলানা মীর্জা শামীম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন দরগাহ মসজিদের সানি ইমাম মাওলানা শাহ জালাল আহমদ আখন্জী, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা তালামীযের সভাপতি সৈয়দ সাহেদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শেখ মাছুম সিদ্দিকী প্রমুখ।