বিসিবির পক্ষ থেকে জানানো হয়, সপ্তাহ খানেক আগে হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন সাবেক এই সেনা কর্মকর্তা। সেখানেই তার চিকিৎসা চলছিল। তবে, ধীরে ধীরে তার অবস্থার অবনতি হয়। হোসেন ইমামের শ্বাসকষ্ট ছিল বলেও জানানো হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রাবিদ ইমাম বলেন,প্রয়াত হোসেন ইমাম আসলে কি করোনা আক্রান্ত ছিলেন কি না, তা এখনই বলা যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানাবেন, তার করোনা ছিল কি না।