কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী’র ব্যক্তিগত গাড়ির ড্রাইভার রফিকুল ইসলাম (৪৫)কে ৬০০ পিস ইয়াবাসহ আটক করেছে জামালপুর র্যাব-১৪ এর একটি দল।
এ ঘটনায় আজ সন্ধ্যায় রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
একাধিক সূত্র জানায়, জামালপুর র্যাবের গোয়েন্দাদের এক সদস্য ইয়াবা ক্রেতা সেজে বেশকিছু দিন ধরে মোবাইল ফোনে মন্ত্রীর ব্যক্তিগত গাড়ির ওই ড্রাইভারের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিল।
যোগাযোগের ওই সূত্র ধরে আজ সন্ধ্যায় তাদের মধ্যে টাকার বিনিময়ে ইয়াবা ট্যাবলেট হস্তান্তরের স্থান ও সময়সূচী নির্ধারণ হয়। পূর্ব পরিকল্পনা মাফিক সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে রৌমারী উপজেলা সদরের ফায়ার সার্ভিস সংলগ্ন মোটরসাইকেলের গ্যারেজ্রে গোয়েন্দারা ক্রেতা সেজে অবস্থান নেয়।
আনুমানিক ৬ টা থেকে ৭ টার মধ্যে ড্রাইভার রফিকুল প্রথমে তার ব্যবহৃত গাড়ি নিয়ে পার্শ্ববর্তী পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়ায়। সাদা রঙের গাড়িটি সেখানে রেখে দ্রুত সে গ্যারেজে যায় এবং টাকা ও ইয়াবা বিনিময়ের প্রস্তুতি নিতে থাকে।
এসময় উৎ-পেতে থাকা ক্রেতা টাকা বের করার ভান করে সিগন্যাল দিলে তার সহপাঠীরা দ্রুত এসে তাকে ঘিরে ফেলে আটক করে।