ছেলের মৃত্যুর পর পার হয়ে গেছে বেশ কদিন। কিন্তু এখনো থামেনি মায়ের আহাজারি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে শোকে পাথর পুরো পরিবার।
প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক সাব্বির-সোনিয়ার। ২ পরিবারের সম্মতিতে বিয়েও ঠিক হয়েছিলো। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় বিয়ে। এই সুযোগে কাবিনের টাকা বেশী পাওয়ায় সোনিয়ার অন্য জায়গায় বিয়ে ঠিক করেন তার মা। ৩১ আগষ্ট সাব্বিরকে ডেকে নেয় সোনিয়ার পরিবার।
এরপর রাত আটটায় দগ্ধ অবস্থায় সাব্বিরের ঠাঁই হয় ঢাকা মেডিকেলে। ৪ দিন পর ৫ সেপ্টেম্বর মারা যান সাব্বির। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাব্বিরকে।
ঘটনার পর থেকেই প্রেমিকা সোনিয়াসহ পলাতক পরিবারের সবাই। প্রতিবেশীরা জানান, সোনিয়ার বাসার সিড়িতে সাব্বিরকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখে আগুন নিভানোর চেষ্টা করেন তারা।পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে, যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে আনা হবে আইনের আওতায়।
শাহ আলী থানা ওসি আবুল বাশার বলেন, আমরা ডিজিটাল-এনালগ দুই তদন্তই করছি, কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে শাহ্ আলী থানায় একটি অপমৃত্যু মামলা করেছে নিহতের পরিবার।
সময় নিউজ//