বশেমুরবিপ্রবি সংবাদদাতাঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আবারো ঘটলো কম্পিউটার চুরির এক নতুন ঘটনা।
কেন্দ্রীয় লাইব্রেরির৪৯টি কম্পিউটার চুরির পর এবারে চুরির শিকার হয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২টি কম্পিউটার।
চুরির বিষয়ে জানতে চাইলে উক্ত বিভাগের সভাপতি তসলিম আহমেদ বলেন, চুরির ঘটনাটি ঠিক কবে বা কীভাবে ঘটেছে এ বিষয়ে তারা নিশ্চিত নন।তবে রেজাল্ট সংক্রান্ত কাজে গতকাল (১৫সেপ্টেম্বর) বিভাগ খুললে ছাউনি ভাঙাসহ ২টি কম্পিউটার নিখোঁজ দেখতে
পান এবং ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।
মিঃ আহমেদ আরো বলেন, “আমাদের বিভাগটি মূলত বিশ্ববিদ্যালয়ের পেছনের দিকে অবস্থিত তাছাড়া ঝোপঝাড় হবার কারণে অনেকবার সাপের উপদ্রব এবং স্বাস্থ্য সমস্যা লক্ষ করেছি। পূর্বে নিরাপত্তা সমস্যাজনিত বিষয় নিয়ে ৩মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদনপত্র প্রদান করি।”
তবে চুরির খবরটি এখনো অবগত নন জানিয়ে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম জানান , কম্পিউটার চুরির এই বিষয়ে তারা এখনো অবগত নয়। তাছাড়া সকল বিভাগ তালাবন্ধই লক্ষ করেছেন।
উল্লেখ্য, ঈদ- উল- আযহার ছুটি চলাকালীন বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ৪৯ টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে।সেই ঘটনার পুরোপুরি সমাধান না হবার পূর্বেই নতুন করে ঘটলো এই চুরির ঘটনা।