কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলা তালামীযের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জেলা কার্যালয়ে (শাহ মোস্তফা রোড, কটারমহল বিজনেস সেন্টার ২য় তলা) এ মতবিনিময় সম্পন্ন হয়।
জেলা তালামীযের আহব্বায়ক আব্দুল জলীল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফিয জিল্লুর রহমান এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, আহব্বায়ক কমিটির সদস্য কাওছার আহমদ, মোস্তাকুর রহমান সাদিক, মৌলভীবাজার শহর তলামীযের সভাপতি মোঃ মামুনুর রশীদ, রাজনগর উপজেলা সভাপতি হাফিয মামুন আহমদ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা সভাপতি সৈয়দ সাহেদুল ইসলাম, কুলাউড়া উপজেলা সভাপতি আফজাল হোসেন সাজু,
সাধারণ সম্পাদক ইসমাইল হাসান শাকিল, সদর উপজেলা সাধারণ সম্পাদক নাসির খান, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি শামছুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, জুড়ি উপজেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন আরিফ, সরকারি কলেজ তালামীযের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ, শ্রীমঙ্গল সরকারি কলেজ সাধারণ সম্পাদক মাহদি হাসান, শ্রীমঙ্গল পৌর সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা প্রচার সম্পাদক, শেখ আবু ছালেখ মুছা, অর্থ সম্পাদক তামজিদ পারভেজ।