হবিগঞ্জ জেলা উপজেলায় কর্মরত সাংবাদিক নেতেৃবেৃন্দের সাথে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম পরামর্শ সভা করেছেন।
পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জে চাকুরীর মেয়াদ দুই বছর পূর্তি উপলক্ষে জেলার পুলিশ লাইন, পুলিশ সুপারের কার্যালয়, সবকটি থানাসহ পুলিশ ফাড়ির অবকাটামো উন্নয়ন ও আইন শৃঙ্খলার উন্নয়নে তার নেয়া বিভিন্ন কার্যক্রমের হিসাব তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।
১৮সেপ্টম্বর ২০১৮ ইং তারিখে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ উল্ল্যা যোগদান করেছিলেন। চলতি মাসের ১৮ সেপ্টেম্বর পুলিশ সুপারের হবিগঞ্জে চাকুরীর মেয়াদ দুই বছর পূর্ণহয়। এরই প্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয় চত্তরে সাংবাদিকদের সাথে পরামর্শ সভায় মিলিত হন। এসময় পুলিশ সুপার বলেন সমাজ থেকে অপরাধ নির্মুলে পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করতে হবে। যারযার অবস্থান থেকে পুলিশকে সহযোগিতা করুন।
প্রয়োজনে আপনাদের পরিচয় গোপন রেখে জেলা পুলিশ কাজ করবে মানুষের জানমালের নিরাপত্তায় জেলা পুলিশসহ বাংলাদেশের সকল পুলিশ সদস্য কাজ করে যাচ্ছে। সমাজ থেকে অপরাধ নির্মূলে সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পুলিশের বিশেষ শাখায় কর্মরত ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা।
এতে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ফজলুর রহমান মোহাম্মদ নাহিজ হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইদুজ্জামান জাহির হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইফুদ্দিন জাবেদ।
দিগন্ত টিভি ও দৈনিক নয়াদিগন্তের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এম এ মজিদ এম এ হালিম, সাংবাদিক লিটন পাঠান, সাংবাদিক প্রদ্বিপ দাশ সাগর শাকিল চৌধুরী আশরাফুল ইসলাম কোহিনুর মইনুল হাসান রতন নুর ইদ্দিন নুর উদ্দিন সুমন সরওয়ার সিকদার এস এম খলিলুর রহমান রাজুসহ জেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।