মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করে বলেন, ২৪ ঘন্টায় মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযানে সদর থানা থেকে ২০ পিস ইয়াবাসহ ১ জন এবং শ্রীমঙ্গল থানা থেকে ২০ পিস ইয়াবা ও ৫৫ লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করা হয়।
জেলা পুলিশ আরোও জানান, ২৪ ঘন্টায় ৫ থানার বিভিন্ন মামলায় ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।