আসন্ন শীতকালে করোনা ভাইরাসের সম্ভাব্য ২য় সংক্রমণ রোধে প্রস্তুতি ও করণীয় নির্ধারণে জেলা পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমদ, সম্মানিত পুলিশ সুপার ও সিভিল সার্জন, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ। করোনা ভাইরাস প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় উপস্থিত সকলে সচেতনতা জোরদার করার উপর মতামত ব্যক্ত করেন এবং সম্মানিত সভাপতি মহোদয় করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।