কুখ্যাত আন্তঃজেলা ডাকাত মৌলভীবাজার পুলিশের জালে আটক
মৌলভীবাজার পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা কালে শ্রীমঙ্গল থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ওয়াদুদ মিয়া, পিতা-মৃত ধলাই মিয়া, গ্রাম- জাতুর্কুন পাড়া, থানা-বানিয়াচং, জেলা হবিগঞ্জ-কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানার ০২টি ডাকাতি, বড়লেখা থানার ০১টি ডাকাতি ও ০১টি অস্ত্র মামলা, শ্রীমঙ্গল থানায় ০১টি ডাকাতি, ০১টি মাদক ও ০৩ টি চুরির মামলা এবং হবিগঞ্জ জেলার বাহুবল থানায় ০১টি চুরির মামলা, বানিয়াচং থানার ০২টি চুরির মামলাসহ মোট ১২ টি মামলা রয়েছে।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে।
পরিচয় গোপন রেখে তথ্য দিন, সুন্দর মৌলভীবাজার গড়ার শপথ নিন।