গ্রেফতারকৃতরা হলেন,(১) ইসমাইল হোসেন @ শুভ আহম্মেদ (২৬), পিতা- কাউছার ড্রাইভার, সাং-শালিধা, থানা ও জেলা-নরসিংদী এবং (২) জামাল (৩৮), পিতা মৃত-আঃ আউয়াল, সাং-গোবিন্দপুর, থানা-শিবপুর, জেলা- নরসিংদী।
(১) ইসমাইল হোসেনের কাছ থেকে ০১ (এক)কেজি গাঁজা ও ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা এবং জামালের কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মাদক ইয়াবা ১৫২ পিস ও গাঁজা ০১ কেজি। মাদকদ্রব্যের মূল্য ৫০,৬০০ টাকা।
গ্রেফতারকৃত আসামী শুভ আহম্মেদের বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টা মাদক মামলা ও আসামী জামালের বিরুদ্ধে ইতোপূর্বে ০২ টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মদক আইনে মামলা দায়ের করা হয়েছে।