মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল কোর্ট পরিচালনাকালে দেশীয় মদসহ ২ যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত ১২.১৫ ঘটিকার সময় বড়লেখা সরকারি কলেজের পাশ থেকে দেশীয় মদ সহ মাতাল অবস্থায় দুজন কে গ্রেফতার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান এর পরিচালনায় গ্রেফতারকৃত দুজন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এস আই মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে বড়লেখা থানা পুলিশ মোবাইল কোর্টে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।