গত ৭ই অক্টোবর নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মেধাবী ছাত্রী তাহমিনা আক্তার (শিমু) ও যুগ্ম মহাসচিব(৫) “নরসিংদী জেলা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন” কে তার নিজ বাসায় নির্মমভাবে হত্যা করে তার পাষন্ড স্বামী (রুহুল আমিন)।
এই হত্যাকারীর বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজ দুপুর ১২টায় “নরসিংদী জেলা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজনে” এক মানব বন্ধন কর্মসূচি পালন করে, এতে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর নার্স অংশগ্রহণ করেন।
এই মানববন্ধনে অংশ গ্রহণ কারী উল্লেখ যোগ্য নেতৃবৃন্দরা হলেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ইসমত আরা পারভীন , স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ ইকবাল হোসেন সবুজ , বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ঢামেকহা শাখার সভাপতি মোহাম্মদ কামাল পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, বিএনএ – ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সেক্রেটারি ইসরায়িল হোসেন সাদেক, বিএনএ – শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সেক্রেটারি সুকুমার বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোঃ আনিসুর রহমান, স্বাধীনতা নার্সেস পরিষদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি নার্গিস খানম মুন্নী ও সাধারণ সাধারন সম্পাদক মোঃ আওলাদ হোসেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্স নেতা মোঃসুজন মিয়া, এসএনএসআর সভাপতি জনাব মাহমুদ হোসাইন তমাল, বিবিজিএনএস এর সাবেক সভাপতি রাজিব কুমার বিশ্বাস, বিবিজিএসএন এর বর্তমান সভাপতি ইমরানুল হক হিমেল।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মানিক কুমার দাস, যুগ্ম- মহাসচিব ফাহিমা মাহযাবিন, যুগ্ম-মহাসচিব আরিফুর রহমান, যুগ্ম-মহাসচিব বিএম রাশিদুল ইসলাম, অর্থ সম্পাদক তুষার ভূইয়া, ছাত্র -ছাত্রী বিষয়ক সম্পাদক সুমন মাহমুদ, পরিবেশ বিষয়ক সম্পাদক সোহাগ মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ, ঢাকা মহানগরীর ও ঢাকার বাহিরের বিভিন্ন জেলার নেতৃবৃন্দরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি নাসরিন সুলতানা।
এছাড়াও আজকে একই সময়ে দুপুর ১২ টায় নরসিংদী প্রেসক্লাবে” নরসিংদী জেলা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদ মিয়া, সহ-সভাপতি মোকারিমা খাতুন, সিনিয়র যুগ্ম মহাসচিব মনিরা বেগম ও অন্যান নেতৃবৃন্দ এবং হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন তাহমিনা সুলতানা শিমুর পরিবারের সদস্যবৃন্দ।
মানববন্ধনে সকল নার্স-নেতারা এই হত্যাকারীর দ্রুত বিচার ট্রাইবুনালে ফাঁসির দাবি জানিয়েছেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।
আজকের মানববন্ধন কে সফল করার জন্য নরসিংদী জেলা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর মাহসচিব মাজহারুল ইসলাম মনির সকল নার্স নেতৃবৃন্দ কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন এই হত্যাকান্ডের অবশ্যই দ্রুত বিচার করতে হবে। তিনি আদালতের কাছে প্রার্থনা করেন যেন হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার হয়।