কুড়িগ্রামে ইউকে এইডের এসেন্ড প্রকল্পের অর্থায়নে লেপ্রা বাংলাদেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে গোদরোগ নির্মূলে প্রচারণা ও সামাজিক আন্দোলন জোরদারকরণ বিষয়ে জেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ শে অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন, কুড়িগ্রাম এর হলরুমে কর্মশালার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী।
তথ্যমতে,কুড়িগ্রামে এখন পর্যন্ত ১ হাজার ৯৫৮জন গোদরোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে পুরুষ ১৬২জন এবং নারী ১ হাজার ৭৭জন
গোদরোগ নির্মূল ও গণনসচেতনামুলক এ কর্মশালায় কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।