গত ১০ ডিসেম্বর পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন বসের ছেলে রাজিব গংরা যুবলীগ পরিচয়ে প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আলোকিত সকাল পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক সাংবাদিক নূর মোহাব্বত সরকারকে লাঞ্চিত, মোবাইল ভাংচুর ও ক্যামেরা ছিনতাই এর ঘটনায় গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবে সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ৭২ ঘন্টার মধ্যে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী ৭২ ঘন্টা পর প্রেসক্লাবের পক্ষ থেকে কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে।
সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ছাইদুর রহমান প্রধান, নুরুল ইসলাম, ফেরদাউছ মিয়া, মশফিকুর রহমান মিলটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, সিরাজুল ইসলাম শেখ, আশরাফুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুষ রায়, সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক আঃ মান্নান শেখ রানা, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান শাহীন, সাংবাদিক আমিরুল ইসলাম, ফজলার রহমান, শাহারুল ইসলাম, শাহজাহান ভুলু, শহিদুল ইসলাম, আল কাদরি কিবরিয়া সবুজ, কাজী নজরুল ইসলাম, বায়েজিদ আহম্মেদ শাকিল, মাসুদ রানা, ফেরদৌস রহমান, আসলাম আলী, জাহাঙ্গীর আলম সবুজ প্রমূখ।