গ্রামীণ ব্যাংকের চত্বর না পেরুতেই গুনে দেয়ার কথা বলে টাকার বদলে কাগজের ব্যান্ডেল ব্যাগে গুঁজে দিয়ে চল্লিশ হাজার টাকা নিয়ে পালিয়েছে প্রতারক।
বুধবার (২০শে জানুয়ারী) বিকেলে ফুলবাড়ী গ্রামীণ ব্যাংক শাখার সামনে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শেফালী বেগম গ্রামীণ ব্যাংক থেকে ঋণের ৪০ হাজার টাকা উত্তোলন করে ব্যাংক হতে বের হতেই প্রতারকের সামনে পড়েন।প্রতারক নানান কৌশলে টাকা জাল আছে/ টাকা কম আছে নানান সন্দেহ ঢুকিয়ে টাকা চেক করার কথা বলে হাতে নেন। পরে প্রতারক শেফালী বেগমের ব্যাগে টাকার পরিবর্তে কাগজের ব্যান্ডেল গুঁজে দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে গ্রামীণ ব্যাংক ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক সন্তোষ কুমার জানান, শেফালী বেগম আমাদের সদস্য। কৃষি কাজে ব্যবহারের উদ্দেশ্যে তিনি লোনটি করেন। ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর তিনি প্রতারণার স্বীকার হন।