কুড়িগ্রামে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের বর্ষ প্রতি উপলক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলার ৯ টি উপজেলায় মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার ৯ ই এপ্রিল দুপুরে জেলা সদরের পৌর বাজার চত্বর ও ফায়ার সার্ভিস মসজিদ এলাকায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরনী কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের কুড়িগ্রাম সদর উপজেলা প্রধান মোঃ মুকুল মিয়া,শিক্ষক এম এ ছাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়,কুড়িগ্রাম। আরো উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান,আসাদুজ্জামান আপেল,মোঃ রানা হোসেন,সুচিত্রা শীল,ফজলুল করিম ফারাজী সহ অনেকে।
আরে পড়ুন>>>>করোনা মোকাবেলায় কুড়িগ্রামে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের মুক্ত আলোচনা
সদর উপজেলা প্রধান স্বেচ্ছাসেবক মোঃ মুকুল মিয়া বলেন,
করোনা মহামারী আকার ধারন করেছে।এসময় অবহেলা নয় নিজেকে সুরক্ষা রেখে স্বাস্থ্য বিধি মেনে পরিবারকে চলতে পরামর্শ দেন তিনি।
করোনায় নিজে স্বাস্থ্যবিধি মেনে চলি অন্যকে চলতে সচেতন করি।
মাস্ক বিতরনকালে বিভিন্ন পেশাজীবি মানুষ কে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ ও সচেতনতামুলক প্রচারনা চালান বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের সদর উপজেলা শাখা, পৌরসভা ও ইউনিয়নের স্বেচ্ছা সেবকগণ।