স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন হেফাজতে ইসলামের নেতারা। সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে এ বৈঠক শুরু হয়। হেফাজতের অন্তত ১০ জন শীর্ষ নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধানমন্ডির বাসায় বৈঠকে অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সম্প্রতি হেফাজতের তাণ্ডব এবং পরবর্তীতে পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়ে আলোচনা করছেন হেফাজতের নেতারা। বৈঠকে অংশ নেয়া হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে আছেন দলটির নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজী, হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জেহাদী, মামুনুল হকের ভাই বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ। জানা গেছে, এর আগে হেফাজতের পাঁচ শীর্ষ নেতা এবং সরকারের একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়।