কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগ নেতা আরাফাত হোসাইন রাসু নেতৃত্ব উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ব্যাপারী হাট এলাকার এক দরিদ্র কৃষকের বোরো ধান কেটে তার নিরাপদ স্থানএ পৌঁছে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
শনিবার (১ মে) সকাল ১০টা দিক থেকে ধান কাটা শুরু করে দুপুর পর্যন্ত ২০ শতক জমির ধান কাটেন তারা।
নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগ কর্মী আরাফাত হোসাইন রাসু নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা ও একদল ছাত্রলীগ কর্মী এ ধান কাটা কর্মসূচিতে অংশ নেয়।
স্বেচ্ছাশ্রমে এ ধান কাটা কর্মসূচিতে অংশ গ্রহনকারীদের মধ্যে-হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বাদশা, বাইজিদ,রানা,সবুজ,সোহাগ,রমজান,মলয়,রন্জু,রিমন ও আশিক প্রমুখ।
দরিদ্র কৃষক বলেন, ছাত্ররা আমার ধান কেটে দেওয়ায় আমি খুব উপকৃত হলাম। তারা আমার ধান কেটে না দিলে টাকার অভাবে সঠিক সময়ে ধান কাটা সম্ভব হতোনা। ফলে হয়তোবা অনেক ধান নষ্ট হতো।
আরাফাত হোসাইন রাসু বলেন, দেশজুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেশি হওয়ায় ও দেশে করোনা ভাইরাস এর কারণে অনেক গরীব অসহায় হতদরিদ্র কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না। তাই মাননীয় প্রধান মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক আমরা দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। দেশ ও জাতির উন্নয়নে আমরা এরকম অসহায় বর্গাচাষী তথা দরিদ্র কৃষকদের পাশে আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো ইনশাঅল্লাহ।
উল্লেখ্য, ২০২০ সালে আরাফাত হোসাইন রাসু নেতৃত্বে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও অধ্যয়নরত ছাত্রলীগ কর্মীদের নিয়ে জন দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়।