রংপুরবাসীর বহুল প্রত্যাশিত রংপুর মেরিন একাডেমির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টায় গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে মেরিন একাডেমির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রংপুর মেরিন একাডেমি কনফারেন্স হলরুমে উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এ সময় পীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেরিন একাডেমির উদ্বোধন ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী পায়রাবন্দরের জন্য অধিগ্রহণকৃত এলাকার ক্ষতিগ্রস্থ ৩ হাজার ৪২৩ টি পরিবারকে উন্নতমানের বাড়ি হস্তান্তর ও জলযানের উদ্বোধন করেন।
উল্লেখ্য, পীরগঞ্জের রায়পুর ইউনিয়নের ফলির বিল এলাকায় ১০ একর জমির উপর ১’শ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মেরিন একাডেমি নির্মাণ করা হয়েছে। এতে একাডেমিক ভবন, প্যারেড গ্রাউন্ড, সুইমিংপুৃলসহ ৩৫ টি অবকাঠামো রয়েছে।