মানুষ মানুষের জন্য- এই প্রতিপাদ্য বিষয়টি মনে প্রানে লালন করে যে মানুষটি মানুষের পাশে সব সময় দাড়িয়েছেন তিনি হলেন বানিয়াচং উপজেলার
৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন এর অন্তর্গত যাত্রাপাশা মহল্লার ঐতিহ্যবাহী বড়বাড়ির মরহুম আলহাজ্ব আব্দুস শহীদ খানের সুযোগ্য সন্তান।
ন্যায় বিচারক ও শিক্ষানুরাগী প্রগতিশীল বাবার মত নিজেও হয়েছেন হাজারো মানুষের আস্থা ভাজন ব্যাক্তিত্ব।
একাধারে সমাজ সেবক ও চেম্বার অব কমার্সের সদস্যসহ আজীবন সদস্য হবিগঞ্জ লন টেনিস ক্লাবের। সভাপতি- গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, বানিয়াচং ও সত্ত্বাধিকারী রূপালী ম্যানশন হবিগঞ্জ এবং সম্পাদক মন্ডলীর সভাপতি- তরঙ্গ টোয়েন্টিফোর ডটকমসহ অনান্য সামাজিক কর্মকান্ডে নিবেদিত প্রান।
এ ছাড়াও তিনি ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে দেশ এবং জাতির কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন
প্রাকৃতিক দূর্যোগ ও কোভিড ১৯ মোকাবেলা আলহাজ্ব রেজাউল মোহিত খান বিভিন্নভাবে লক্ষাধিক টাকা ব্যায় করে মানুষের পাশে দাড়িয়েছেন।যার ব্রত সেবা এখনো প্রবাহমান আছে।
মানুষের সেবায় পাশে দাড়ানো উপকারভোগী ক্যান্সার আক্রান্ত এক জনৈক মহিলা জানান, অনেক দিন ধইরা ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়া অহন আর খাইবারও ট্যাহা নাই। উনার ট্যাহাটা পাইয়া ওষুধ কিনতেছি।
কাজের অভাবে থাকা শ্রমজীবি বশির আহমদ জানান, কিতা কইতাম ৩ মাস ধরাই কোন কামকাজ নাই। পরিবার-পরিজন নিয়া বড় কষ্টে আছি। এ ট্যাহাটা পাইয়া ভাবছি ঈদে মাইয়াদেরকে কাপড় কিন্নিয়া দিমু আর আল্লাহর কাছে দোয়া করমু রেজাউল মোহিত খান ভাই ছাবের জন্য।
আলহাজ্ব রেজাউল মোহিত খান অনেক সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে প্রতিনিয়ত জনহিতকর কাজ করে যাচ্ছেন।