কুড়িগ্রামে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর উদ্যোগে কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলের পাখি শিকার ও বন্যপ্রাণী হত্যা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও বন্যপ্রাণী আইন সম্পর্কে অবগত করা হয়।
শুক্রবার ২৮ মে দুপুরে ভিতরবন্দ এলাকায় পাখি শিকার ও বন্যপ্রাণী হত্যা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর অতিরিক্ত প্রধান স্বেচ্ছাসেবক (সমন্বয়), সবুজ আন্দোলন এর পরিচালক এম রশিদ আলী, ভিতরবন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোপাল কুমার মহন্ত, ভিতরবন্দ প্রভাতী ক্রীড়া সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, সমাজসেবক হবিবুর রহমান আলম, সহকারী শিক্ষক সফিকুল ইসলাম, ভোগডাঙ্গা ইউনিয়নের সহ প্রধান স্বেচ্ছাসেবক মোঃ রবিউল ইসলাম সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
এ সময় এম রশিদ আলী বলেন, প্রকৃতি এবং পরিবেশ ভালো থাকলে বর্তমান এবং পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, তাছাড়া পাখী ও পশু শিকার বা খাঁচায় আটক রেখে পালন করা আইনত দন্ডনীয় অপরাধ।