কুড়িগ্রাম পৌরশহরের জলিল বিড়ি মোড় এলাকার মোক্তার পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে দুটি দোকানের তিনটি ঘর পুড়ে অনুমানিক সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।
সোমবার (৭ জুন) গভীর রাতের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা যায়, সোমবার গভীর রাতে বাজারের দোকানীরা রাসেল মিয়ার হৃদয় টেইলার্সে আগুন দেখতে পান। এসময় দোকানীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভাতে শুরু করেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী নুর আলমের তমিজ ফার্মেসীর দুটি ঘরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে হৃদয় টেইলার্সে থাকা আধুনিক টেইলারিং মেশিনপত্র, পূর্বের তৈরী করা কাপড় ও কাস্টমারদের অর্ডারের চলমান কাপড়, কাপড় তৈরীর বিভিন্ন জিনিসপত্র সহ আসবাবপত্র পুড়ে যায়। এবং নুরআলমের তমিজ ফার্মেসীর দুটি ঘরে অগ্নিকাণ্ডে ফার্মেসীতে থাকা ওষুধ, আসবাবপত্র সহ ড্রাগ লাইসেন্সের মুল কপি, ক্যাশ বাক্সে থাকা নগদ দশ হাজার টাকা সহ মুল্যবান কাগজপত্র পুড়ে ভস্মীভুত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেতে পারে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওষুধ দোকানী নুর আলম জানান, অগ্নিকাণ্ডে আমার ওষুধের দোকানের দুটি ঘরে থাকা ওষুধ পত্র, আসবাব পত্র, বৈদ্যুতিক জিনিসপত্র, ক্যাশ বাক্সে থাকা নগদ দশ হাজার টাকা, ড্রাগ লাইসেন্সের মুল কপি সহ মুল্যবান সনদ পত্র পুড়ে ছাই হয়েছে। এতে আমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলাম। আগুনে পুড়ে আমার দোকানের সমস্ত ওষুধ পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হসলাম।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সূত্র জানায়, রাত ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা খবর দিলে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আমাদের কর্মীরা স্থানীয়রা মিলে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। রাসেল মিয়ার হৃদয় টেইলার্সের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্র হতে পারে।
কুড়িগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক জানান, অগ্নিকাণ্ডে দুটি দোকানের সমস্ত মালামাল সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পৌর মেয়র হয়তোবা কোন সহায়তা দিতে পারেন অথবা তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে বিষয়টি জানাবেন।