সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে করোনা সংক্রমনের হার দিনে দিনে বেড়েই চলছে।
বেড়ে যাওয়া সংক্রমনের হারকে প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ জুন) দুপুরে জেলা শহরের পৌরবাজার থেকে এ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, পৌর মেয়র কাজিউল ইসলাম, তথ্য বিভাগের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ লাল, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা: লোকমান হাকিম, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, শিক্ষাবিদ উদয় শঙ্কর চক্রবর্তী, সাংবাদিক শ্যামল ভৌমিক প্রমুখ।
জনসচেতনতা মূলক প্রচারনায় ডিসি বলেন, করোনা প্রতিরোধে সকলে মাস্ক পড়ি, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলি এবং সামাজিক দূরত্ব মেনে চলি। এসময় মাস্ক বিতরণের পাশাপাশি করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ২২ দশমিক ৪১ শতাংশ। গত মে মাসে এ জেলায় আক্রান্তের হার ছিল ১১ দশমিক ৩১ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৪শ ২ জনের নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছে ১২শ ৬৮ জন। সুস্থ হয়েছেন ১১শ ৬৭ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে ১শ ১ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের।