কুড়িগ্রামের চিলমারীতে আদিবাসী, জাতিগত সংখ্যালঘু, প্রান্তিক জনগোষ্ঠী, দলিত এবং পিছিয়ে পরা জনগোষ্ঠীদের নিজ মাতৃভাষায় বা স্থানীয় ভাষায় অধিকার ও মানবাধিকার শিক্ষা বিষয়ে রেডিও অনুষ্ঠান তৈরী ও সম্প্রচার এর উপর ৩ দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
হিউম্যান রাইটস্ অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম,জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় এবং রেডিও চিলমারীর আয়োজনে রেডিও চিলমারীর সভাকক্ষে অনুষ্ঠিত হয় ৩ দিনের এই প্রশিক্ষণ।
দলিত সম্প্রদায়,রবিদাস.সম্প্রদায়,৩য় লিঙ্গের জনগোষ্ঠী,জাতিগত সংখ্যালঘু,আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১০ জন তরুণ প্রতিনিধিরা অংশগ্রহন করেন এই প্রশিক্ষণে । প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহনকারীরা নিজ নিজ গোষ্ঠীর নানা সমস্যা আর সমাধানের নানান বিষয় তুলে ধরেন আয়োজকদের কাছে ।
৯ মে থেকে শুরু হওয়া ৩ দিনের এই প্রশিক্ষণে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন দৈনিক প্রথম আলো পত্রিকার কলামিষ্ট ও মানবাধিকার কর্মী নাহিদ হাসান নলেজ ,রেডিও চিলমারীর ইনচার্জ বশির আহম্মেদ ও রেডিও চিলমারির অনুষ্ঠান প্রযোজক কৃষ্ণ কমল বর্মন ।
প্রশিক্ষণে অংশ নেয়া প্রশান্ত রবিদাস বলেন,”আমরা আধুনিক সমাজ ব্যবস্থায় এখনো পিছিয়ে আছি,আমরা সমাজে সবার সাথে সহজে নিজেদের মানিয়ে নিতে পারছি না। এ প্রশিক্ষণের মাধ্যমে রেডিওতে নিজেদের না বলা কথাগুলো সবাইকে বলতে পারবো জেনে খুবই ভালো লাগছে।”
রেডিও চিলমারীর ইনচার্জ বশির আহম্মেদ বলেন,”আমরা চেষ্টা করবো হিউম্যান
রাইটস্ অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম,জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির এই প্রকল্পের আওতায় পিছিয়ে পরা মানুষগুলোর নানা সমস্যা আর সম্ভাবনার কথা গুলো রেডি চিলমারীতে তুলে ধরতে ।যাতে করে সমাজের এই মানুষগুলো তারা তাদের অধিকার নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে।”