ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সফরসঙ্গীর সন্ধান চেয়ে সংবাদ সন্মেলন করেছেন তার স্ত্রী সাবিকুন্নাহার। বুধবার (১৬ জুন) বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়।
সাবিকুন্নাহার বলেন, ‘আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করা হোক। সে নিখোঁজ কেন? আমি শুধু তার সন্ধান চাই। তাকে যদি আমার কাছে এনে দিতে না পারেন তাহলে আমাকে তার কাছে নিয়ে যান। আমি একজন স্ত্রী হিসেবে জানি না আমার স্বামী কোথায়। আমি আপনাদের কাছে হাতজোড় করে মিনতি করছি, আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দিন। এর বেশি কিছু চাই না।’
তিনি বলেন, ‘আমার স্বামী রংপুর থেকে রওনা দিয়েছিলেন বগুড়ার উদ্দেশ্যে। সেখানে তার একটা প্রোগ্রাম ছিল। কোনো কারণে সেই প্রোগ্রাম না হলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে মুঠোফোনে তিনি (ত্ব-হা) আমাকে জানিয়েছিলেন দুটি বাইক তাদের বহন করা কারটি অনুসরণ করেছিল। শেষ পর্যন্ত আমাকে তিনি তার গুগল ম্যাপ শেয়ার করেছিলেন সেখানে আমি জানতে পেরেছি মিরপুরে আমার বাসা থেকে তিনি আর ১৭ মিনিটের দূরত্বে আছেন। তখন সময় ছিল রাত ২টা ৩৭ মিনিটের কাছাকাছি।’
ত্ব-হার পরিবারকে আইনি সহায়তা দেয়া ব্যারিস্টার এম সারোয়ার হোসাইন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘একটি গাড়ি ও চারজনকে একসঙ্গে এভাবে গায়েব করে দেয়া কোনো প্রাইভেট সংঘের কাজ হতে পারে বলে আমরা মনে করি না। এখানে কোনো সংস্থা বা অন্য কোনো মানুষ জড়িত আছে বলে মনে করি।’
ছয় দিন আগে দিবাগত বৃহস্পতিবার রাতে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান তার গাড়ির চালক মো. আমির, সফরসঙ্গী মো. মুহিদ ও মো. আমিরসহ নিখোঁজ হয়েছেন। সংবাদ সম্মেলনে সাবিকুন্নাহার জানিয়েছেন, নিখোঁজ সবাই রংপুরের বাসিন্দা।