বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মোতাব্বির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর দাফন সম্পন্ন হযেছে। সোমবার (২৮জুন) সকাল ৯টায় বানিয়াচং আদর্শ বাজার ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর পূর্বে বানিয়াচং থানা পুলিশের একটি চৌকশ দল মরহুম বীরমুক্তিযোদ্ধা মোতাব্বির হোসেন কে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে। এসময় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা মরহুমের কফিনে জাতীয় পতাকা দিয়ে সালাম প্রদর্শন করেন তিনি। তার নেতৃত্বে দেয়া হয় গার্ড অব অনার।
জানাজার নামাজে হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ খান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিাযোদ্ধা আমির হোসেন মাষ্টার,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান,জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক ছাড়া হাজার হাজার মুসল্লী জানাজার নামাজে অংশ নেন। নামাজের পূর্বে মরহুম বীরমুক্তিযোদ্ধা মোতাব্বির হোসেনের কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন নেতৃবৃন্দ।
উল্লেখ,বীরমুক্তিযোদ্ধা মোতাব্বির হোসেন (৮০) গত রবিবার(২৭জুন) বিকাল সাড়ে ৪টায় মজলিশপুর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।