বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামে বানিয়াচং থানা পুলিশের তদন্ত কেন্দ্রের অস্হায়ী অফিস ও ব্যারাক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬জুলাই) দুুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ব্যারাক উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম-পিপিএম।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, এই পুলিশ তদন্ত কেন্দ্র ও ব্যারাক উদ্বোধনের ফলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি স্থানীয় জনসাধারনের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজতর ও গতিশীল হবে । উদ্বোধন শেষে পুলিশ সুপার ব্যারাকের আশেপাশে নানা প্রজাতির বৃক্ষরোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে,বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন,তদন্ত (ওসি) প্রজিত কুমার দাশ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,বানিয়াচং ৮নং খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ শওকত আরেফীন সেলিম প্রমুখ।
এর পূর্বে পুলিশ সুপার বানিয়াচং-হবিগঞ্জ রোডের কালারডোবা নামক স্থানে বানিয়াচং থানা পর্যন্ত রাস্তার দুইপাশে কৃষ্ণচুড়া,রেইনটি,কড়ই,কাঞ্চন, চাম্বল ও সুপারি গাছের প্রায় ৩ শতাধিক চারা রোপণ করেন।