কুড়িগ্রাম সদরের ধরলা নদীর ধরলা সেতুর উপর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে এক অজ্ঞাত যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৯ জুলাই) বিকেল সাড় চারটার দিকে ধরলা ব্রীজ এলাকার ৬ নং পিলারের মাঝে এ দূর্ঘটনা ঘটেছে।
নিখোঁজ হওয়া অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ধরলা সেতুর উপর থেকে অজ্ঞাত এক যুবক চিৎকার দিয়ে ধরলা নদীতে লাফ দেয়। এসময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পায় স্থানীয়রা।ছুটে এসে তাকে নিখোঁজ হতে দেখেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়া হলে, ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে বিকেল পৌনে পাঁচটা থেকে পৌনে সাতটা পর্যন্ত চেষ্টা চালিয়ে কোন সন্ধান পায়নি।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরী ইনচার্জ ফজলুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ডুবুরী দল বিকেল পৌনে ৫টা থেকে পৌনে ৭টা পর্যন্ত দুই ঘন্টা চেষ্টা চালিয়ে কোন সন্ধান পাওয়া যায়নি। নদীতে পানির অতিরিক্ত স্রোত ও বালুর কারনে দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা চালিয়েও সন্ধান পাওয়া গেল না।